➟ কাস্টমারের হাতে শাড়ি তুলে দেওয়ার পূর্বে আমরা তা চেকিং করি।তবুও ডেলিভারি ম্যানের সামনে শাড়ি চেক করে নেওয়াই শ্রেয়।কোন ধরনের ত্রুটি থাকলে আমরা তা ফেরত নিতে বাধ্য থাকবো।কিন্তু পন্য প্রেরনে আমাদের কোন ত্রুটি না থাকলে কোন ভাবেই ফেরত নেওয়া হবে না। কালার মানাচ্ছে না বা পাল্টানো যাবে কিনা এসব অনুরোধ গ্রহণযোগ্য হবে না।