Delivery Information
➟ ডেলিভারি চার্জ বাংলাদেশের বিভাগ ভেদে আলাদা হবে।চট্টগ্রামের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা আর ঢাকা ও অন্যান্য বিভাগের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা।
➟ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হয়। পাঠাও,সুন্দরবন ও মেঘস্বরের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাঠানো হয়। ইন্সটলমেন্ট পার্চেসের ক্ষেত্রে মূল্য পরিশোধ না হলে ডেলিভারি দেয়া হবে না।
➟ শাড়ি হাতে আসার পর চেক করতে ১ দিন সময় নেয়া হবে। চেক করে আমরা সন্তুষ্ট হলেই ডেলিভারি দিব। নইলে আপনার পাঠানো টাকা ফেরত দিবো। তাই অর্ডার দেওয়ার আগে আমাদেরকে যথেষ্ট সময় দিতে হবে এটা মাথায় রাখবেন।
→ জামদানি একটি হাতে বোনা পন্য।তাই শাড়ি স্টকে থাকলে সর্বোচ্চ ৭ দিনে ডেলিভারি দেওয়া হবে।যদি শাড়ি রিমেইক অর্ডার হয় সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে।শাড়ি ভেদে এই সময় ১০ থেকে একমাস হতে পারে।আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করবো।