Terms & Conditions
� অর্ডার প্রসেসঃ
➟ শাড়ি পছন্দ হলে ছবি সহ ইনবক্স করবেন। পরবর্তী মেসেজে ডিটেইলস জানিয়ে দেয়া হবে।
➟ অর্ডার করার সময় নাম, ডিটেইলস ঠিকানা, এবং ফোন নং দিয়ে দিবেন।
� অর্ডার কনফার্মেশনঃ
➟ অর্ডার কনফার্ম করার জন্য শাড়ির ৩০% মূল্য পরিশোধ করতে হবে। দুইদিনের মধ্যে মূল্য পরিশোধ না করলে অর্ডার ক্যানসেল করা হবে।
➟ দামী শাড়িতে সর্বোচ্চ ৩ টি ইনস্টলমেন্ট এর সুবিধা নিতে পারবেন। সে ক্ষেত্রে ৫০% ১ম ইন্সটলমেন্টে দিতে হবে। সব ইন্সটলমেন্ট শেষ হলেই শাড়ি ডেলিভারি দেয়া হবে।
➟ বুকিং ক্যানসেল করলে এডভান্স অফেরতযোগ্য।
� পেমেন্ট মেথডঃ
➟ তিনভাবে পেমেন্ট করতে পারবেন - ক্যাশ অন ডেলিভারি, ব্যাংক ট্রান্সফার, এবং বিকাশ।
➟ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র চট্টগ্রামের জন্য প্রযোজ্য।
➟ ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ অন ডেলিভারিতে কোন প্রকার অতিরিক্ত চার্জ ধার্য্য হবে না।